মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী।
বহরমপুর রবীন্দ্রসদন পেক্ষাগৃহ থেকে কোটি কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেলে রবীন্দ্রসদনে জেলার বিভিন্ন আধিকারিক ও তৃণমূল বিধায়ক, সাংসদের নিয়ে প্রশাসনিক বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বহরমপুর রবীন্দ্র সদন পেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকের মধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। ওই প্রশাসনিক বৈঠক ঘিরে সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে প্রশাসন। কঠোর নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে রবীন্দ্র সদন চত্বরে।ড্রোন চালিয়ে গোটা এলাকায় নজরদারি করা হচ্ছে। প্রচুর সিসি টিভি ক্যামেরা লাগানো হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিতে প্রস্তুত বহরমপুর পুরসভাও।মুখ্যমন্ত্রীর নানান জনমুখী প্রকল্প তুলে ধরে রাস্তার দুদিকে টাঙানো হয়েছে ফ্লেক্স। বহরমপুর পুরসভার তরল বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে ৩৫ কোটি, গোরাবাজার ও খাগড়া শ্মশানঘাটের দুটি বৈদ্যুতিক চুল্লি প্রকল্পে ২ কোটি ৬৭ লক্ষ টাকার শিল্যানাস করা হবে। এছাড়া পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্পের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী।এছাড়া পুরসভার বিভিন্ন প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী বলে আশা করা হচ্ছে।অন্যদিকে মুখ্যমন্ত্রী জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করবেন।১৫০ কোটি টাকার জল প্রকল্প এবং ৫০০ কোটিরও বেশি অর্থ ব্যায়ে জেলার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গেছে।আর আই ডি এফ প্রকল্পের প্রচুর রাস্তাঘাটের শুভ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সুত্রে জানা গেছে।