মুর্শিদাবাদে এক রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১ ব্যক্তি
এক রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাণীনগর থানার পুলিশ।ধৃত ওই ব্যক্তির নাম সাইদুল শেখ,বয়স আনুমানিক ৪৩ বছর। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার হাজিপাড়া এলাকার বাসিন্দা ওই সাইদুল শেখ। পুলিশ সূত্রে জানা যায় দৌলতাবাদ থেকে মুর্শিদাবাদের রাণীনগরের তেজসিংহ পুর এলাকায় ওই আগ্নেয়াস্ত্র পাচার করার উদ্দেশ্যে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে রানীনগরের কোমনগরগর হাই মাদ্রাসার কাছ থেকে ওই ব্যক্তিকে আটক করে রানীনগর থানার পুলিশ।
