বৃহষ্পতিবার রাতে মুর্শিদাবাদের রানীনগরের সেখপাড়া বাজারে আতাহার সেখ নামের এক ব্যাক্তির দোকানে অভিযান চালায় পুলিশ। দোকানে ঢুকতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ১০ হাজারের বেশী বিভিন্ন ধরনের আসতবাজি উদ্ধার হয় ঐ দোকান থেকে। পরে সেগুলি বাজেয়াপ্ত করে। যদিও ঐ দোকান মালিক বেপাত্তা বলে খবর। পুলিশের অনুমান, এই দোকান থেকেই পাইকারি ভাবে বিক্রি হতো বাজিগুলি। তার আগেই পুলিশের জালে। জানাগেছে, আতসবাজি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে সরকারীভাবে। ব্যাবসায়ীদের সতর্কও করেছিলেন প্রশাসনিক কর্তারা। তার পিছনে আড়ালে চলছিল এই ব্যাবসা। ঠিক তার আগেই দোকানে দোকানে হানা পুলিশের। সেই মতো বৃহষ্পতিবার রাতে হানা দেই রানীনগর থানার পুলিশ। সেখপাড়া বাজার এলাকায় এক দোকানে হানা দিয়ে ১০ হাজারের বেশী আসতবাজি উদ্ধার করে। এইরকম অভিযান এখন চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + three =