মুর্শিদাবাদে চায়ের দোকানে বচসাকে কেন্দ্র করে বোমাবাজি।
বৃহস্পতিবার রাত্রে বেলডাঙা থানার রামেশ্বরপুর মোল্লাপাড়া গ্রামে হঠাৎই বোমাবাজি শুরু হয়। প্রায় কয়েকশো বোমাবাজির অভিযোগ ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।যদিও ওই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। শুক্রবার সকালে এলাকায় তল্লাশি চালিয়ে ১২টা বোমা উদ্ধার করে পুলিশ।তবে ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকার লোক জানাচ্ছেন ,পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে তাদের প্রাথমিক অনুমান।অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা। একই দাবি তুলেছেন ভাবতা 2 নং পঞ্চায়েত তৃণমূল প্রধান সোরাবউদ্দিন শেখ। এলাকায় পুলিশ প্যাকেট বসানো হয়েছে।
