মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি।
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত ১৬নং ওয়ার্ডে বুথ কমিটির সভাপতি নির্মলেন্দু মন্ডল বাড়ি লক্ষ্য করে বোমাবাজি দুস্কৃতিদের। পৌরসভা নির্বাচনের আগে বুধবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কান্দি শহরে। ইতিমধ্যেই নির্বাচন ঘিরে শহরে জুড়ে দেওয়াল লিখনের প্রস্তুতি শুরু করেছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভাঙ্গতে, ভয় দেখাতে দুস্কৃতিরা এই কান্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন দলের টাউন সভাপতি দেবল দাস। এদিন রাতে বোমা বিষ্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। ঘটনার সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ কর্মীরা।
