মুর্শিদাবাদে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের।

নওদা ব্লকের ১০ নম্বর পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রহিমা বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়ে গেল।শুক্রবার ওই পঞ্চায়েতের সংখ্যা গরিষ্ঠ সদস্য গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটে জয়ী হয়ে যান।উল্লেখ্য,পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ১৩ জন সদস্যর মধ্যে ৮ জন সদস্য গত ৮ই জুন অনাস্থা প্রস্তাব নিয়ে আসে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।শুক্রবার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ওই অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায়।এ বিষয়ে ওই পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আহমেদ বলেন, রহিমা বিবি আরএসপি দল থেকে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন।কিন্তু তার আমলে পঞ্চায়েতের উন্নয়ন হচ্ছিল না।অথচ সামনেই পঞ্চায়েত ভোট। ফলে এলাকার মানুষের উন্নয়নের দিকে তাকিয়ে ওই পঞ্চায়েত প্রধানকে অপসারণ করা হলো।অন্যদিকে ওই অনাস্থা সভায় ম্যাজিস্ট্রেট রবীন্দ্রনাথ বারুই উপস্থিত হয়ে বলেন,পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সংখ্যা গরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়েছে।ওই অনাস্থা ভোটে গ্রাম পঞ্চায়েতের প্রধান অপসারিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − fourteen =