মুর্শিদাবাদে নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল সহ এক ব্যাক্তি
নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল সহ এক ব্যাক্তিকে গেফতার করলো হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতের নাম আব্বাস সেখ বাড়ি হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায় বুধবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পাই পিঁয়াজ ভর্তি ট্রাকে করে শংকরপুর এলাকাই ফেন্সিডিল আনা হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আভিযান চালাই পুলিশ। গ্রামের একাধিক বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৭৭০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। ধৃত আব্বাস কে বৃহস্পতিবার বহরমপুর আদালাতে পাঠিয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে পুলিশি হেপাজতে নিয়ে এই চক্রের জাল কতদূর বিস্তার আছে জানার চেস্টা করছে পুলিশ।
