মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের।
কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের।বুধবার ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কে মুর্শিদাবাদের খড়গ্রামে। বছর পঁয়ত্রিশের মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম সাইফুল্লা সেখ।বাড়ি খড়গ্রাম থানার নগর কুরাপাড়া এলাকায়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেলে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। দুর্ঘটনায় ওই সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হলে তাকে খড়গ্রাম গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় সহকর্মীরা। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করলে দেহ কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।