মুর্শিদাবাদে স্বামী ২০০ টাকা কেড়ে নেওয়ায় অভিমানে আত্মঘাতী স্ত্রী
মায়ের বাড়ি যাওয়ার জন্য স্বামী ২০০ টাকা কেড়ে নেওয়ায় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্ত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দৌলতাদের বলিহারপুর এলাকায়। সূত্রের খবর, সন্ধ্যামনী মন্ডল(২২) মায়ের বাড়ি যাওয়ার জন্য স্বামীর জামার পকেট থেকে ২০০ টাকা নিয়েছিল সন্ধ্যামনী মন্ডল। মায়ের বাড়ি যেতে নিষেধ করে স্বামী ও সেই ২০০ টাকা কেড়ে নেয় বলে অভিযোগ উঠে। পরে সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। আর সেই ঝামেলা চরমে উঠলে স্ত্রীকে মারধোর করে বলেও অভিযোগ উঠে ।মনোতোষ মন্ডল কাজে চলে গেলে সেই সুযোগে বাড়িতে কাপড় দিয়ে গলায় দড়ি দেয়। সেই সময় তাদের ছোট শিশু কান্নাকাটি করলে পরিবারের লোকজন সন্ধ্যামনী মন্ডলকে ডাকলে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখে সন্ধ্যামনী মন্ডল ঝুলছে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠিয়েছে। মৃতার আত্মীয় সরস্বতী মন্ডল বলেন, মায়ের বাড়ি যাওয়ার জন্য স্বামীর জামার পকেট থেকে ২০০ টাকা বের করে স্বামীকে না বলে সেই টাকা নিয়ে মায়ের বাড়ি যাওয়ার সময় সন্ধ্যামনী মন্ডলের কাছ থেকে মারধোর করে ২০০ টাকা কেড়ে নেয় স্বামী। তারপর সেই রাগে শ্বশুর বাড়িতেই গলায় দড়ি দেয় সন্ধ্যামনী মন্ডল। পরে শ্বশুর বাড়ির লোকজন খবর দিলে গিয়ে দেখি মৃতদেহ পড়ে রয়েছে। সন্ধ্যামণি মন্ডল এরকম কাজ করবে আমরা ভেবে উঠতে পারিনি। তার যে একটা ছোট্ট শিশু রয়েছে তার কোথাও ভাবলো না। এরকম ভাবে আমাদের ছেড়ে চলে গেল সন্ধ্যামনী মন্ডল বলে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ঘটনায় তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। ময়নাতদন্ত সম্পন্ন হবার পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতি মধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।
