মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নির্দেশে সাগরদিঘী ব্লক কংগ্রেসে আজ কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলা ভাগ ও নাম বদলের বিরুদ্ধে পথে নামে। সাগরদিঘী ব্লক কংগ্রেসের সভাপতি বদরুল হক দিপুর নেতৃত্বে আজ বিশাল মিছিল দীর্ঘ পথ পরিক্রমা করে। কেন্দ্রে জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন প্রত্যেক বক্তা। সাগরদিঘী ব্লক কংগ্রেসের সভাপতি বদরুল হক দিপু বলেন, কেন্দ্র ও রাজ্য দুই সরকারই ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে।সাগরদিঘী ব্লক কংগ্রেসের সভাপতি বদরুল হক দিপু বলেন, জেলা উন্নয়নের স্বার্থে মুর্শিদাবাদ ভাগ হোক অসুবিধে নেই। কিন্তু মুর্শিদাবাদের নাম মুছে ফেললে চলবে না। মুর্শিদাবাদ উত্তর মুর্শিদাবাদ দক্ষিণ মুর্শিদাবাদ পশ্চিম এরকম নাম হোক। দিপু তৃণমূলের টেট কেলেঙ্কারি নিয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। বোখারা হাইস্কুলের এই অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখেন, ব্লক কংগ্রেস নেতা সুপ্রভাত ব্যানার্জি,আব্দুল কবীর, মইনুল শেখ সহ আরও অনেকে।
Home জেলা
