মুর্শিদাবাদ- বেলডাঙা থানার আইসি পরিবর্তন করা হলো ।

আইসি সন্দীপন চ্যাটার্জির পরিবর্তে রাজারহাটের আইসি জামাল উদ্দিন মন্ডল কে বেলডাঙা থানার দায়িত্ব দেওয়া হলো। উল্লেখ্য, গত শুক্রবার রাত্রে বেলডাঙা থানা ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ইটের আঘাতে জখম হন বেশ কিছু পুলিশকর্মী ।বাধ্য হয়ে পুলিশ কে কাঁদানে গ্যাসের সেল ছুড়তে হয়। শনিবার বিকেল থেকে রেজিনগরে রাস্তা অবরোধ করে ইটপাটকেল ছোড়া হয়। টায়ার জ্বালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, জখম হন জেলা পুলিশ সুপার সবরী রাজকুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল রায় , নওদা থানার ওসি অভিজিৎ বসুমল্লিক এবং বেশ কিছু পুলিশকর্মী। ওই ঘটনার পরেই বেলডাঙা থানার আইসি কে সরিয়ে দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 3 =