পরিবারও স্থানীয় সূত্রে জানা যায় মৃত শিশুর নাম ওসমান আলী বয়স দশ বছর। পরিবার রয়েছে মা অনিমা বেওয়া। বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তালগাছি গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে আরো জানা যায় অন্যান্য দিনের মতো গতকালকেও বিকেলে বাড়ির ছাদে খেলা করছিল শিশু অন্যান্য শিশুদের সাথে। খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর চোট লাগে ওই শিশুর। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন আজ গভীর রাতে মৃত্যু হয় ওই শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুর পরিবারসহ গোটা গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − eleven =