মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন, অনিচ্ছাকৃত খুনের অভিযোগ প্রয়াত তৃণমূল প্রার্থীর স্ত্রীর।
করোনা সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা।আর এই করোনার মধ্যেই বঙ্গে চলছে বিধানসভা নির্বাচন।কিন্তু এই প্রাণহানি করোনা কেড়েছে লাখ লাখ প্রাণ।নিস্তার পায়নি ভোটের প্রার্থীরাও।করোনা কালেই প্রচার সেরেছেন তারা।আর প্রচারে বেড়িয়েই করোনা আক্রান্ত হয়েছিলেন একাধিক প্রার্থী।সুস্থও হয়ে উঠেছেন অনেকে,তবে প্রাণ হারিয়েছেন অনেক প্রার্থী।ভোটের ফলাফল জানা হয়নি তাদের।করোনায় প্রয়াত হয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা।কিন্তু তার মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না তার স্ত্রী,পরিবার-পরিজন থেকে শুরু করে রাজনৈতিক মহল।এবার তার মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তুলেছেন করোনায় মৃত প্রার্থীর স্ত্রীর।
উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ কাজল সিনহার পরিবারের।২৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে খড়দার তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়।যদিও এব্যাপারে এখনও পর্যন্ত কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২২ এপ্রিল খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে। তার আগের রাতে করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন খড়দার তৃণমূল প্রার্থী।কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় কাজল সিনহার।তাই এবার খড়দা থানায় সুদীপ জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রার্থীর স্ত্রী।