মৃত্যুর প্রায় ১৪ মাস বাদে করোনা রিপোর্ট নেগেটিভ, ইছাপুরে মৃত ছাত্রের বাড়িতে সাংসদ অর্জুন সিং।
মৃত্যুর ১৪ মাসের মাথায় বদলে গেল করোনা টেস্ট রিপোর্ট।মৃত্যুর প্রায় ১৪ মাস বাদে রিপোর্ট এল করোনা নেগেটিভ।যদিও মৃত্যুর আগে করোনা রিপোর্ট এসেছিল পজেটিভ।প্রসঙ্গত, ২০২০ সালের ১০ জুলাই কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছিল উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের।পরিবারের অভিযোগ,চারটি হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলের।ছেলের মৃত্যুর সুবিচারের আশায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয়েছিলেন শুভ্রজিতের বাবা-মা।সম্প্রতি কয়েকদিন আগেই বেলঘড়িয়া থানা থেকে আরটিপিসিআর টেস্ট রিপোর্ট হাতে পাবার পর আকাশ ভেঙ্গে পড়ে শুভ্রজিতের পরিবারের উপর।তার অভিভাবকরা দেখেন ছেলের রিপোর্ট এসেছে করোনা নেগেটিভ।এই ঘটনায় রবিবার শুভ্রজিতের বাড়িতে আসেন সাংসদ অর্জুন সিং।সাংসদ অর্জুন সিং এর দাবি, একমাত্র সন্তানকে হারিয়ে চট্টোপাধ্যায় দম্পতি আদালতের মাধ্যমে সুবিচার পাবেন।তার অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল দশায় পরিণত হয়েছে।