সম্পত্তি জনিত পারিবারিক বিবাদে জেরে খুন চারজন। বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া থানার এম সি ঘোষ লেনে। পুলিশ সূত্র খবর একই পরিবারের ভাই ও ভাইয়ের স্ত্রী তার মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, তাদের মেয়ে এবং শাশুড়িকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ এবং পুলিশের পদস্থ কর্তারা।মৃতদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতদের নাম মাধবি ঘোষ(৫৬-মা) দেবাশীষ ঘোষ(৩৬-মাধবীর ছেলে), রেখা ঘোষ(৩০- দেবাশীষের স্ত্রী) তৃয়াষা ঘোষ( ১৩-রেখা/দেবাশীষের মেয়ে)।
Home জেলা
