গত দশ বছরে বিভিন্ন ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার যে প্রভাব পড়েছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কয়েকটি উদাহরণ দেন তিনি। মোবাইল উৎপাদনের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে সারা দেশে মাত্র দুটি মোবাইল তৈরির কারখানা ছিল। আর এখন তা বেড়ে হয়েছে ২০০। মোবাইল রফতানি ৭৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এখন ভারতে ব্যবহৃত মোবাইলে ৯৯% দেশেই তৈরি হয়। বিশ্বে মোবাইল উৎপাদনে ২ নম্বরে উঠে এসেছে ভারত।

দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রত্যেককে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তিনি বলেন, মেক ইন ইন্ডিয়ার প্রভাব এটা স্পষ্ট করল যে ভারত অপ্রতিরোধ্য। তিনি বলেন, একটা লক্ষ্য নিয়ে দশ বছর আগে এর পথ চলা শুরু হয়েছিল। পণ্য উৎপাদনে ভারতের অগ্রসরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রতিভাশালী এই দেশ শুধুমাত্র আমদানিকারক দেশ হিসেবে না থেকে যাতে রফতানিকারক দেশ হয়, তা নিশ্চিত করতে এই পথ চলা শুরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =