মেছো ভেড়ি দাদন নিয়ে সংঘর্ষ গুরুতর আহত ১০
বসিরহাট মহকুমা হাড়োয়া থানা হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের জ্যাঙ্গালআটি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর গোবরিয়া আবাদের কয়েকশো বিঘা মেছোভেরি রয়েছে যেটা তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে এলাকার প্রতিটি মানুষকে পাট্টা তৈরি করে দেন। সেই পাট্টা জ্যাঙ্গালআটি গ্রামের সাবুর আলী সরদার এবং বাবুর আলী সরদার এদেরকে দিয়ে ছিল পাট্টা। তারপর থেকেই দুজনের মধ্যে ভাগাভাগি নিয়ে বিভেদ সৃষ্টি হয়। একে অপরকে দোষারোপ করে মেছোভেড়ি কম বেশি হয়েছে বলে কয়েকবছর ধরেই চলে আসছে সেই বিবাদ। মঙ্গলবার রাত্রিবেলায় সেই বিবাদ চলে মেছো ভেরী এলাকায় এবং পরে তা চরমে ওঠে সাবুর আলী সরদারের সঙ্গে বাবর আলী সর্দারের প্রথমে কথা কাটাকাটি পরে মেছোভেড়ি এলাকা থেকে তাড়িয়ে নিয়ে এসে অভিযুক্ত বাবুর আলী সরদার এবং তার দলবল কুড়ুল ,হাসুয়া ,দা ইত্যাদি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাবুর আলী সহ সাতজন সাবুর আলী সর্দার এবং তার পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে ঘটনাস্থলেই সাবুর আলী সরদার লুটিয়ে পড়ে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হয় তার সঙ্গে তার ছেলে তার স্ত্রী এবং তার পরিবারের আরও সদস্যদের ওপর এলোপাতাড়ি কোপ চালানো হয় গ্রামবাসীরা তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সাত জনের অবস্থা আশংকাজনক । ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ সাবুর আলী সরদার এর অবস্থা খুবই খারাপ ডাক্তার জানাচ্ছেন বাঁচবে কি মরবে সেটা বলা যাচ্ছে না ।আট জন অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে