মেছো ভেড়ির দাদনের টাকা শোধ করতে না পারায় হাড়োয়ায় অবসাদে আত্মঘাতী ব্যক্তি।

বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের রানিগাছি গ্রামের ঘটনা।৫১ বছরের শঙ্কর মাহালী, তিনি দীর্ঘদিন ধরে মেছো ভেড়ির মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আম্ফান এবং ইয়াস সাইক্লোনের কারণে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল মেছো ভেরি। এলাকাগুলো তারপর থেকে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তারপর তিনি দাদনের টাকা নিয়ে আবারও শুরু করেছিলেন ব‍্যবসা। কিন্তু সেখানে তিনি সফল না হওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং প্রায় পাঁচ লক্ষাধিক টাকা শোধ করতে পারছিলেন না। সেখান থেকেই লোক লজ্জার খাতিরে তিনি ভেঙে পড়েছিলেন।ভুগছিলেন অবসাদে।বুধবার রাতে খাওয়া-দাওয়া সেরে তিনি বাড়িতে একাই ঘুমাচ্ছিলেন। সকালবেলা বাড়ির লোকজন ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না মেলায় খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। হাড়োয়া থানার পুলিশ এসে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুধুই কি দেনা পরিশোধ না করতে পারার কারণে আত্মঘাতী নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটাও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + seventeen =