মেডিকেল বর্জ্য পদার্থ পরিবহন ফি অত্যধিক বৃদ্ধি, হলদিয়ায় সরকারি দূষণ দপ্তরে ডেপুটেশন।
মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা,ল্যাবরেটরির বর্জ্য নষ্ট করার জন্য রাজ্য দূষণ দপ্তর প্রতি জেলার একটি বর্জ্য সংগ্রাহক সংস্থাকে বরাত দিয়ে রাখে।সরকারি বেসরকারি নার্সিংহোম হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স পেতে হলে বর্জ্য সংগ্রাহক সংস্থার সাথে একটি চুক্তি করার নির্দেশ রয়েছে।ডায়াগনস্টিক সেন্টারগুলোর অভিযোগ, বর্জ্য সংগ্রাহক সংস্থা রেমকি সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের বাৎসরিক রেট দ্বিগুণ বেশি ধার্য করেছে।পূর্ব মেদিনীপুর জেলায় এক দশক ধরে বর্জ্য সংগ্রাহক সংস্থা রেমকি বলে একটি সংস্থা রয়েছে।অভিযোগ,বর্জ্য সংগ্রাহক সংস্থা ডায়াগনস্টিক সেন্টারগুলোর বাস্তবিক ধার্য টাকা এক লাফে দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে।আর তাই মেডিকেল বর্জ্য পদার্থ পরিবহন ফি অত্যধিক বাড়ায় হলদিয়ায় সরকারি দূষণ দপ্তরে ডেপুটেশন জমা দিল পূর্ব মেদিনীপুর জেলার ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।