মেদিনীপুরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে থাকা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো শুভেন্দু অধিকারীকে । দীর্ঘদিন ধরে অনুপস্থিত, ব্যাংক পরিচালনায় সমস্যা-এমনি অভিযোগে বৃহস্পতিবার ডাকা তলবী সভাতে পরিচালনা বোর্ডের ১৪ জন সদস্যের সহ মতের ভিত্তিতে তাকে এই চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে।
আধিকারিকরাজানিয়েছেন-তলবি সভাতে শুভেন্দু অধিকারী কে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। বেলা ১১ টায় এই সভার কর্মসূচি থাকলেও তার জন্য আরও আধ ঘণ্টা অপেক্ষা করা হয়েছে। সবশেষে অনাস্থা ভোট দিয়েছেন মোট ১৭ সদস্যের ১৪ জন। সকলেই একবাক্যে শুভেন্দু অধিকারীর অপসারণ চেয়ে ছিলেন চেয়ারম্যান পদ থেকে। সেইমতো ব্যাংকের সচিব সহমত সংগ্রহ করে নির্দিষ্ট রেজিলিউশন পাঠিয়েছেন বিভাগীয় ঊর্ধ্ব কর্তাদের কাছে।-তবে চেয়ারম্যান পথ চলে গেলেও পরিচালক বোর্ডের সদস্য হিসাবে এখনো তার পদ থাকছে। নিয়ম অনুযায়ী উপস্থিতি না থাকলে সেই পদটিও থাকবে না বলে জানানো হয়েছে।