মেদিনীপুরে নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের।
“নির্বাচনের সময় আমাদের দলে থেকে কিছু লোক অন্য দলের হয়ে কাজ করেছে, তাই এমন ফল হয়েছে, আমরা খুঁজে বার করে ব্যবস্থা নেব।”মেদিনীপুরে এমনই মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। সকালে মেদিনীপুর শহরে প্রথম উপস্থিত হয়েছিলেন নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এছাড়াও ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। মেদিনীপুর শহরের শ্যাম সংঘ হলে বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মিলনী ও নতুন রাজ্য সভাপতিকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতে কর্মীদের নিয়ে কিছুক্ষণ বৈঠক করেছেন এই নেতৃত্বরা।সভাশেষে দিলীপ ঘোষ বলেন” আমাদের দলে এখনো অনেক লোক রয়েছে, যাদের বিষয়ে খোঁজ নিচ্ছি আমরা।নির্বাচনের সময় কিছু লোক আমাদের দলে থেকেও অন্য দলের হয়ে কাজ করেছে।আমরা তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”পাশাপাশি
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন” দলের যারা এখন স্টক কর্মী তাদের নিয়ে ইতিপূর্বেও অনেক জনপ্রতিনিধি জিতেছেন। যারা এসেছিলেন নির্বাচনের আগে তারা চলে যাচ্ছেন এতে দলের মধ্যে কোনো প্রভাব পড়বে না। দলের পুরোনো কর্মীরা দলকে যথেষ্ট দাঁড় করিয়েছেন, বহু স্থানে জয়লাভ করিছেন, ভবিষ্যতেও পারবে।”