মেদিনীপুর রাজা নরেন্দ্রোলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে গেট আটকে বিক্ষোভ ছাত্রীদের
মেদিনীপুর শহরে রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় অনলাইন পরীক্ষা দাবিতে বিক্ষোভ ছাত্রীদের। তাদের দাবি -বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যান্য কলেজে অনলাইন মাধ্যমে পরীক্ষা গ্রহণ হয়েছে। এই কলেজে এখনো তা গ্রহণ করছে না। উল্টে এনিয়ে প্রতিবাদে সরব হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাটি রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়। এই বিদ্যালয়ের একাংশের ছাত্রীদের দাবি-” বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বহু কলেজে এখন অনলাইন পরীক্ষার পথে। কিন্তু রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় সেই উদ্যোগ নিচ্ছে না। উল্টে এ বিষয়ে প্রতিবাদে সামিল হলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ছাত্রীদের।” এরই প্রতিবাদে দিন দুয়েক আগে প্রতিবাদে সামিল হয়েছিল ছাত্রীরা। আজ এবার গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রীরা।ফলে কলেজের মধ্যে আটকে রয়েছে কলেজ স্টাফরা।