মেধাকে বাদ দিয়ে দেশ জূড়ে ঘুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে :মীনাক্ষী মুখার্জী

ডি,ওয়াই,এফ,আইয়ের ডাকে এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ হলে ‘গ্রাম বাংলায় লুটের রাজনীতির বিরুদ্ধে ও কাজের দাবিতে লড়াই’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী৷ প্রথমে গানের মাধ্যমে জলপাইগুড়ি যুবশক্তি DYFI পক্ষে থেকে আলোচনা সভা শুরু করা হয়। আলোচনা সভার পাশাপাশি এদিন তাদের হিন্দি পত্রিকার শুভ উদ্বোধন করা হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখার্জী বলেন, বাংলায় রাজনীতি লুটে খাওয়া রাজনীতিতে পরিনত হয়েছে।টাকা দিলে চাকরি হচ্ছে, শিক্ষার প্রয়োজন নেই৷ যুব সমাজমে বিপথে চালিত করছে শাসক কেন্দ্র ও রাজ্য সরকার। যদি প্রতিবাদ কেউ করে পুলিশ লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছে ।মেধাকে বাদ দিয়ে দেশ জূড়ে ঘুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে এমনটাই দাবি ডি,ওয়াই,এফ আই নেত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + four =