মেলা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু টিটাগড়ের যুবকের।

ফের প্রকাশ্যে শ‍্যুটআউট টিটাগড়ে।টিটাগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে টিটাগড় গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা সেলিম সাহাজি (১৮)বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত‍্যু হয় তার‌। রাতে সাথে সাথেই ব্যারাকপুর ডাক্তার বি.এন. বসু মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।বাবা সমর সাহাজির সন্দেহ ইসমাইল, সোনু ও মনু নামের তিন কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। ওদের নামে খুনের অভিযোগ উঠেছে।এরা নয়াবস্তির বাসিন্দা।

সেলিমের বাবার অভিযোগ,ওই ৩ দুষ্কৃতী তার কাছে ১ লাখ টাকা তোলা চেয়েছিল।সেই টাকা না দেওয়ায় সেলিমের বাবা সমরবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর গতকাল সন্ধ্যা বেলা সেলিম বন্ধুদের সাথে মোরোল পাড়ার মেলাতে যায়।রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবা তাকে ফোন করেন , সেলিম জানায় সে বাড়ি আসছে।তারপরই তার বাড়ির সামনে স্টেশনের কাছে সেলিমকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়।ওর পিঠে গুলির ক্ষত পাওয়া গেছে। সেলিমের পরিবারের তরফ থেকে রহড়া থানায় অভিযোগ জানানোর পর ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ। এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে সেলিমের পরিবারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − eight =