বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের জলপাইগুড়ি রোডের পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি মোটর গ্যারেজে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কার্বাইড ট্যাঙ্কের গ্যাস দিয়ে কাজ করার সময় আচমকাই ট্যাঙ্কটিতে বিস্ফোরণ ঘটে।সেসময় পাশের একটি খাবারের দোকানে বেশ কয়েকজন খাবার খাচ্ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় মোট পাঁচজন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে চারজনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার আই সি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণ হওয়া ট্যাঙ্কের সামগ্রীর নমুনা সংগ্রহ করে পুলিশ।পুলিশ সুত্রে খবর, কার্বাইড ট্যাঙ্ক মূলত গাড়ির রেডিয়েটরের কাজ করা হয়ে থাকে।