মোবাইলের কথা সন্দেহ, স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ থানা সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের রমাপুর এলাকার ঘটনা। বছর ২৮ এর রুপা মন্ডল সে দিবা রাত্র মোবাইল ফোনে কথা বলত। স্বামী ভবসিন্ধু মন্ডল সন্দেহ অন্য কারো সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। এই নিয়ে দীর্ঘদিন ধরে বচসা, গন্ডগোল একাধিকবার সালিশি সভা, বধু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। গতকাল শনিবার রাত্রিবেলা রুপাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ। মৃত বধুর মা রমা মাইতির পরিকল্পনা করে ওকে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। এদের একটি এক বছরের পুত্র সন্তান রয়েছে। মোবাইল ফোনে শুধুমাত্র সন্দেহ না অন্য কোন এর পিছনের ঘটনা রয়েছে পুরোটাই তদন্ত শুরু করেছে পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত বধুর স্বামী ভবসিন্ধু আটক করে জিজ্ঞাসাবাদ করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃত বধুর ভাসুর সাধন মন্ডল এই অভিযোগ অস্বীকার করেছে। শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
