মোবাইল চোর সন্দেহ করে রাত ভোর দড়ি দিয়ে পোস্টারে বেধে মারধরের অভিযোগ
বাসন্তী থানার ফুল মালঞ্চ পঞ্চায়েতের পানিখালীর আমজাদ খান রাতের বেলায় পাশের গ্রাম অর্থাৎ মনসা খালি গ্রামে মদ কিনতে গিয়েছিল। সেখানে এলাকার মানুষজন মোবাইল চোর সন্দেহ করে তাকে আটক করে। এরপরে দড়ি দিয়ে পোস্টারে বেঁধে তার উপরে চলে অত্যাচার লাঠির, রড, চর, ঘুসি কোন কিছুই বাদ যায় না। রাস্তা থেকে যাতায়াত করার পথেই যে যার মতন তার উপরে চালায় অত্যাচার। তার দাবি এলাকার মানুষজন মোবাইল চুরি হচ্ছে সেই সন্দেহে তাকে আটক করে। এরপর পরিবারের লোকজন খবর পেলে তারা আমজেদকে উদ্ধার করতে গেলে তাদের মুচ লেখা দিয়ে নিয়ে আসতে হয়। কিন্তু বাড়িতে আমজেদকে নিয়ে আসলে সে কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে সারা শরীরে কাল সিটে দাগ। পরিবারের লোকজন দাবি করেন এইভাবে রাতভর তার উপর অত্যাচার চালায় এবং তাদের মুচলেখা দিয়ে নিয়ে আসতে হয়। যে তাদের ছেলেকে সুস্থ ভাবে বাড়ি নিয়ে যাচ্ছি কোন দায়ী নেই এলাকার মানুষজনের। তবে রাতভর তার উপর অত্যাচার চললেও পুলিশ বা স্থানীয় পঞ্চায়েত সদস্যরা তারা কিন্তু কোন খবরই জানেনা। পরিবার আরো জানান মান সম্মানের খাতিরে মুচলিকা দিয়ে নিয়ে আসতে হয়। কিন্তু এইভাবে মানুষকে সন্দেহ করে তার উপরে এরকম অত্যাচার যেটা মানা যায় না তবে ঘটনাটি পুলিশকে জানাবো পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিক।