মোহনবাগান দিবস উদযাপন পালন
বাগুইআটি মেরিনার্স ক্লাবের পক্ষ থেকে মোহনবাগান দিবস উদযাপন করা হলো বাগুইআটি VIP সংলগ্ন 44 বাসস্ট্যান্ডের পাশে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সী, প্রাক্তন ফুটবলার বিভাস ঘোষ এছাড়াও ক্লাব কতৃপক্ষ সহ অনেকে। নাচ, গান, গানের তালে ফুটবল নাচানোও হয়।