সংবাদদাতা সায়নী ও পারমিতা
যশের প্রভাব, কোলাঘাটের একাধিক এলাকায় বানভাসি পরিস্থিতি।
বুধবার সকালে ওড়িশার বালেশ্বর উপকূলে আঁছড়ে পড়লো বিধ্বংসী ঘূর্ণিঝড়।এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকাগুলিতে।ঘূর্ণিঝড় যশের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।ইতিমধ্যেই দীঘা,মন্দারমনি সহ একাধিক উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জলে বানভাসি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।পাশাপাশি সেই একই দৃশ্য পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে।কোলাঘাটে রূপনারায়ন নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। নদীসংলগ্ন এলাকাগুলোয় ইতিমধ্যে নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতি।বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ওই এলাকাবাসী যথেষ্ট আতঙ্কিত এবং বেশ কয়েকজন সাধারণ মানুষ ঘরছাড়া।