যশে তছনছ গোসোবার দুর্গত এলাকা,পরিদর্শনে আধিকারিকরা।
বিধ্বংসী ঘূর্ণিঝড় যশের প্রভাবে গোসাবার বহু গ্রাম আজও জলের তলায়।সেইসব ক্ষতিগ্রস্ত এলাকা এবার ঘুরে দেখলেন প্রশাসনের কর্তারা। রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শঙ্খ সাঁতরা, ক্যানিং মহকুমা শাসক রবি প্রকাশ মিনা ,গোসোবার বিডিও সৌরভ সহ অন্যান্য আধিকারিকরা।এদিন প্রথমে গোসাবা সমষ্টি উন্নয়ন দপ্তরের একটি প্রশাসনিক মিটিং করেন।এরপর তারা সরেজমিনে পাখিরালয় সোনারগাঁ দুলকি সহ আশেপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন।আধিকারিকদের দেখে গ্রামের মানুষ তাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন।অসহায়রা জানান,স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া ত্রাণ কেবলমাত্র পাচ্ছেন।সরকারি কোন সাহায্য তারা পাচ্ছেন না।তড়িঘড়ি মানুষের অভিযোগ শুনে প্রশাসনের আধিকারিকরা আরো ত্রাণশিবির খোলার নির্দেশ দিলেন এবং নদী বাঁধের কাজ তড়িঘড়ি শুরু করার আশ্বাসও দিয়েছেন।তবে আশ্বাস পেলেও কবে এই পরিস্থিতি থেকে নিস্তার পাবেন অসহায়রা সেই দিকেই তাকিয়ে আছেন তারা।