যশ আতঙ্কে বসিরহাটের কৃষকেরা,সংকটে একাধিক ফসলের চাষ।

যশ আতঙ্কে বসিরহাটের কৃষকেরা,সংকটে একাধিক ফসলের চাষ।

বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানের ভয়াবহতাকে কাটিয়ে উঠতে না উঠতেই চলতি বছরে আছড়ে পড়তে চলেছে যশ।ঝড় নিয়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।হাওয়া অফিসের সতর্কতা পাওয়ার সাথে সাথেই সমস্ত রকম সতর্কতামূলক ব‍্যবস্থা নিতে শুরু করেছে জেলা তথা রাজ‍্য প্রশাসন।একে লকডাউন তার উপর আমফানের ভয়াবহতাকে কাটিয়ে উঠে যখন চাষীরা আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছিল,সেই সময় ফের হাজির হয়েছে যশের ভ্রুকুটি। গতবছরের আম্ফনের ফলে বসিরহাট মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের ফসল ক্ষতিগ্রস্ত হয়।ফলত যেখানে লকডাউনের ফলে এক বিপুল ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা, সেখানে আমফানের মতো ঝড় তাদের অর্থাভাবের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়।বিপুল ফসলের ক্ষতির পাশাপাশি ভারতের জাতীয় ফল আমেরও বিপুল ক্ষতি হয়।সেই সব কথা ভেবেই দুশ্চিন্তায় রয়েছে বসিরহাট মহকুমার সুন্দরবনবাসী।চিন্তা একটাই এবারও কি ধ্বংসলীলার সাক্ষী থাকতে হবে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 10 =