যুদ্ধের দামামা বেজেছে ইউক্রেনে, আর সেখানেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বসিরহাটের অর্পণ

ইউক্রেনে পাঠরত ছেলে এখনো দেশে ফিরতে পারেনি, চিন্তায় বসিরহাটের মন্ডল পরিবার । রাশিয়ার মুহুর্মুহু আক্রমণে বিধ্বস্ত গোটা ইউক্রেন। চিন্তায় বসিরহাটের মন্ডল পরিবার। কারণ তাদের একমাত্র সন্তান বছর ২২ এর অর্পণ মণ্ডল ইউক্রেনে রয়েছে। বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক রামপদ মন্ডল ও চন্দনা মন্ডলের একমাত্র সন্তান গত তিন বছর আগে ২০১৯ সালে ইউক্রেন গিয়েছিল মেডিক‍্যালে পড়াশোনা করতে। এখন সে ইউক্রেনের দিনাপ্রো পেট্রোভ‍্যাক্স শহরে রয়েছে। এবং সে সেই শহরের দিনাপ্রো পেট্রোভ‍্যাক্স মেডিক‍্যাল ইনস্টিটিউটে। আজ সকাল থেকে রাশিয়া যখন ইউক্রেনের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। সেই ছবি তার পরিবার দেখে শিহরিত হচ্ছে। এবং বারংবার যোগাযোগ করার চেষ্টা করছেন অর্পনের সাথে। ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় বেশ কিছু পড়ুয়া ইউক্রেন থেকে ভারতে ফিরতে সফল হয়েছেন। কিন্তু রাশিয়ার হামলার পর এয়ার ইন্ডিয়ার একটি বিমান সেখানে গিয়ে বাধ্য হয়ে কাউকে না নিয়ে ফিরে আসতে বাধ‍্য হয়েছে। যার জেরে আটকে গিয়েছে অর্পণের মত অনেক ছাত্রছাত্রী। যার জেরে একপ্রকার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বসিরহাটের মন্ডল পরিবার। তারা জানাচ্ছেন তাদের সাথে তাদের সন্তানের সোশ্যাল মিডিয়া মারফত একাধিকবার যোগাযোগ করা সম্ভব হয়েছে। কিন্তু তারা চাইছেন ভারতীয় দূতাবাস যেন অবিলম্বে তার সন্তানসহ ভারতীয় সমস্ত পড়ুয়াকে যেন তাদের দেশে ফিরিয়ে আনে। আর্পণের সাথে কথা বলার পর সে জানালো, গত কাল রাত থেকে সেখানে বম্বিং শুরু হয়েছে। এখনো পর্যন্ত সেখানে পরিস্থিতি যথেষ্ট ভয়ানক। তারা তাদের ছাত্রাবাসের রয়েছে এবং ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =