যুব তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, চাঞ্চল্য নদীয়ার রানাঘাটে।
সূত্রের খবর, নদীয়ার রানাঘাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশাল তরফদার বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ একটি ফোনকল পেয়ে বাড়ী থেকে বেরিয়েছিলেন।পরিবারের অভিযোগ, এরপর শুক্রবার সকালে তার ঘরের মেঝে থেকে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।তার মাথায় ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় পুলিশ মৃত তৃণমূল কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের মোবাইলের কল লিস্ট দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
