রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক টোটো চালকের দেহ,
ধূপগুড়ি ব্লকের শালবাড়ি ওভারব্রিজ এলাকার ঘটনা। মৃত টোটো চালকের নাম প্রসেনজিৎ রায়, বয়সআনুমানিক ৩৫ । তিনি শালবাড়ি বাজার সংলগ্ন খলাইগ্ৰাম এলাকার বাসিন্দা।
জানা গেছে, রবিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ শালবাড়ি ওভারব্রিজের ওপর একপাশে এক টোটো চালককে টোটো সমেত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। এরপর স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এইদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ।
