রঘুনাথগঞ্জ থানার ঐতিহ্যবাহী সাওড়াতলা খেয়া পারাপার বন্ধ হওয়ার ফলে নাজেহালে রোগীসহ নিত্যযাত্রীরা। ঘাট মালিক পারাপার বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ নৌকাচালকেরা,নৌকা চালকদের দাবি এই ঘাটে জনসাধারণ নৌকা দিয়ে পারাপার করে আসছেন প্রায় ৫০ বছর অধিক সময় ধরে , হঠাৎ ঘাট মালিক অত্যাধুনিক স্টিমার দিয়ে পারাপার শুরু করায় বিপাকে পড়েছেন প্রায় ৩০ জন নৌকো চালক।এখন নৌকা বন্ধ করে সেই স্টিমার দিয়েই সাধারণ মানুষকে পারাপার করায় ,এমন অবস্থায় বেকায়দায় পরেছেন নৌকাচালকরা ।তাই আজ ঘাটে গিয়ে বিক্ষোভ শুরু করে নৌকার মাঝিরা এবং সমস্ত খেয়া-পারাপার বন্ধ করে দেয় ।
Home জেলা