রথের দড়ি টানতে গিয়ে বিপত্তি

কালনা জগন্নাথ তলার রথের, রথের দড়ি টানতে গিয়ে বিপত্তি। দড়ি টানতে গিয়ে অনেকেই পড়ে যায়, যার ফলে পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে অনেকেই। দীর্ঘ দু’বছর পর রথ উৎসবে ,কে আগে দড়ি টানবে এই নিয়েই বিশৃঙ্খলার সৃষ্টি। অসুস্থদের তড়িঘড়ি ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে।
কালনার জগন্নাথ তলা রথের জায়গাটি অনেকটাই ছোট।জায়গা ছোট এবং বেশি সংখ্যক ভক্ত আশায় দড়ি টানতে গিয়ে কে আগে দড়ি টানবে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।এরপর বেশ কিছু মানুষ দড়ি টানতে গিয়ে পড়ে গেলে তার ওপর দিয়ে ছোটাছুটি শুরু করলে অসুস্থ হয়ে পড়ে বেশ কিছু মানুষ।
এদেরকে তৈরি করি সাময়িক ওই মাটির চিকিৎসা শুরু করে মন্দির কমিটির সদস্যরা।এরপর যারা গুরুতর অসুস্থ তাদেরকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে।স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে দীর্ঘ দুই বছর পর রথ উৎসব পালিত হচ্ছে সেখানে পুলিশের সাহায্য কেন নেয়া হলো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 11 =