রথের রশিতে পড়লো টান।

আজ রথযাত্রা উৎসব।অতি পবিত্র এক উৎসব।জগন্নাথদেবের মন্দিরেই এই রথযাত্রা পালিত হয়।জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রায় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে ১০৮ ঘটি জল দিয়ে স্নান করানো হয়।এই স্নানকে বলা হয় সহস্রধারা স্নান। এই স্নানের কারণে তারা তিনজন জ্বরে পড়েন। তখন ভেষজ দিয়ে তাঁদের চিকিৎসা করা হয়।এ কারণেই তাঁদের নির্জনঘরে বিশ্রামে রাখা হয়।পুরীতে ধুমধাম করে পালিত হয়।করোনার আতঙ্ক কাটিয়ে মহা সমারোহে পুরীর পাশাপাশি এবার হুগলীর মাহেশেও পালিত হচ্ছে রথযাত্রা উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =