রবিবারের পর ফের শনিবার আরো এক ব্যক্তির দেহ উদ্ধার
ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়।রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয় আজ সকালে, গত রবিবার এই এলাকায় একটি রেলের গোডাউন থেকে উদ্ধার হয় এক যুবকের ঝুলন্ত দেহ। মদ জুয়ার আসরে গন্ডগোল তার জেরেই খুন প্রাথমিক সন্ধেহ পুলিশের। তদন্তে হাওড়া থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার রাজু রাও বলে এক যুবক।মৃত যুবক এর নাম মুসলি রাও ।