রবীন্দ্রনাথকে সম্মান জানাতে বীরেনের হাতে এবার রবিঠাকুর, শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন তার প্রতিচ্ছবি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাক। মূলত বিশ্বকবিকে সম্মান জানাতে তার এহেন উদ্যোগ। বীরেন বসাক এর আগেও একাধিক কৃতি ব্যক্তিদের প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন।এর আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার ছাড়াও একাধিক সরকারি পুরস্কারে সম্মানিত হয়েছেন।কিছুদিন আগেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন নদীয়ার শান্তিপুর কুলিয়ার এই তাঁত শিল্পী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সৌরভ গাঙ্গুলীর মতো ক্রীড়াবিদের ছবিও এর আগে শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন তিনি।
জামদানি শাড়ির ওপর তার এই অসাধারণ হাতের কাজ সকলকে মুগ্ধ করেছেন বীরেন বসাক।এ বিষয়ে তাঁতশিল্প বীরেন বসাক বলেন, “যেহেতু ২৫ শে বৈশাখ আমাদের গর্বের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই কারণে তাকে শ্রদ্ধা জানাতেই শাড়ির মধ্যে তার প্রতিচ্ছবি তুলে ধরলাম।” শাড়ির উপর অসাধারণ এই নিখুঁত কর্মদক্ষতার জন্যই ফুলিয়া এবং শান্তিপুরের শাড়ি আজ জগদ্বিখ্যাত।