রাইফেল পরিষ্কার করতে গিয়ে জখম হলেন এক এন ভি এফ কর্মী।

রাইফেল পরিষ্কার করতে গিয়ে জখম হলেন এক এন ভি এফ কর্মী।

বেলিয়াবেড়া থানার একএন ভি এফ কর্মীরনাম বিশ্বানাথ দণ্ডপাঠ, বয়স২৮ রাইফেল পরিষ্কার করতে গিয়ে রাইফেল থেকে গুলি ছিটকে আহত হলেন।বাড়ি বেলিয়াবেড়া থানার রামপুরা গ্রামে। রবিবার ঝাড়গ্রা
জেলার বেলিয়াবেড়া থানায় ঘটনাটি ঘটে।জখম পুলিশ কর্মীকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি তে নিয়ে আসা হয়। তার অবস্থা সংকট জনক হওয়ায় তাকে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গ্রীন করিডোর করে ঝাড়গ্রাম থেকে কোলকাতার সি এম আর আই তে স্থানান্তর করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার পেটে গুলি লেগেছে ।
জেলার প্রতিটি থানা তে একদিন করে রাইফেল পরিষ্কার করা হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে জানা গেছে, বেলিয়াবেড়া থানায় ইনসাস রাইফেল পরিষ্কার করছিলেন এক পুলিশ কর্মী। সেই সময় হঠাৎ করেই গুলির আওয়াজ এ চমকে ওঠে সকলে। মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় এন ভি এফ কর্মী বিশ্বনাথ দণ্ডপাট কে।
তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বেলিয়াবেড়া থানার অন্যান্য পুলিশ কর্মীরা। তবে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =