রাখি বন্ধন উৎসব পালন লেকটাউন ভিআইপি ঘড়ির মোড়ে।
বিধাননগর কমিশনারেটের অন্তর্গত লেকটাউন থানা ও লেকটাউন ট্রাফিক গার্ড এবং উড়ান নামক এক সামাজিক সংস্থার যৌথ প্রয়াসে পালিত হলো রাখি বন্ধন উৎসব।দমকল মন্ত্রী সুজিত বোস,লেকটাউন থানার আইসি নন্দ দুলাল ঘোষ এবং টি আই লেকটাউন ট্রাফিক গার্ড হরসুন্দর সৎপতির উপস্থিতিতে লেকটাউন,কালিন্দী এবং দমদম পার্ক এলাকায় পথচলতি মানুষদের রাখি পরিয়ে,তাঁদের মুখ মিষ্টি করানো হয়।সবাইকে ভেদাভেদ ভুলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হবার বার্তা দিলেন।
