“রাখে হরি মারে কে”! মৃতদেহ নৌকায় তুলতে কথা ফুটল মুখে,ঘটনায় চাঞ্চল্য ক্যানিংয়ে।
দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা নদীর বুকে ভাসতে থাকে এক মহিলা।আর সেই মৃতদেহ পুলিশ উদ্ধার করতে মৎস্যজীবীদের সঙ্গে তড়িঘড়ি নৌকা নিয়ে নদীতে যায়।আর নৌকায় তুলতেই চমৎকার ঘটনা।সেই মহিলা উঠে বসে নৌকার মধ্যে আর তাই দেখে চক্ষু চড়কগাছ মৎস্যজীবী থেকে পুলিশদের।ঘটেছে ক্যানিং থানার মাতলা নদীর গোলাবাড়ি জেটি ঘাট এলাকায়।গান্ধারী মন্ডল কখন যে নদীর মধ্যে তলিয়ে যায় কিছুই বলতে পারে না সে। স্থানীয় মৎস্যজীবীরা একটি মৃতদেহ দেখে গোলাবাড়ি পুলিশকে খবর দেয়।তড়িঘড়ি পুলিশ ক্যাম্পের পুলিশ গিয়ে সেই দেহটি তোলার জন্য মৎস্যজীবীদেরকে সঙ্গে নিয়ে মাঝনদীতে যায়।আর তারপরেই এই মিরাক্কেল ঘটনা।সেই ব্যক্তি নৌকার মাঝখানেই কথা বলতে থাকে। তড়িঘড়ি স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিতেই তাকে বাড়ি পৌঁছে দেয় গোলাবাড়ি থানার পুলিশ। গোলাবাড়ি হাটখোলা অঞ্চলে হালদার পাড়ার বাসিন্দা গান্ধারী মন্ডল দীর্ঘদিন ধরে তিনি একটি নদীতে মাছ ধরতেন।বেশ কয়েক বছর সে মাছ ধরা থেকে বিরত।রবিবার বেশ কয়েকজন মহিলা মাছ ধরছিলেন। তবে এই গোটা ঘটনার কিছুই তিনি মনে করতে পারছেন না।