এখনও পর্যন্ত আইপিএলে খেলতে নেমে লখনউ সুপারজায়ান্টস চলতি মরশুমে ৮ ম্য়াচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। অন্য়দিকে রাজস্থান তাঁদের প্লে অফ একেবারে নিশ্চিত করেই ফেলবে এই ম্য়াচ জিতলে। এখনও পর্যন্ত আট ম্য়াচে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে তারা। লখনউ চাইবে রাজস্থানের বিজয়রথ নিজেদের ঘরের মাঠে থামিয়ে দিতে। রাজস্থানের ব্য়াটিং লাইন আপে বাটলার, জয়সওয়াল দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে বাটলার শতরান হাঁকিয়েছেন। যশস্বীও শতরান হাঁকিয়েছেন।
লখনউ শিবিরে ময়ঙ্ক যাদবকে আজকের ম্য়াচে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছিল। খেলার আগের দিন লখনউ সুপারজায়ান্টসের সহকারী কোচ শ্রীধর শ্রীরাম জানিয়েছিলেন, ”অনেকটা ফিট মনে হচ্ছে ময়ঙ্ককে এই মুহূর্তে। ও নেটে ছন্দে বল করছে। কিন্তু আমরা ম্য়াচের আগে একটা চূড়ান্ত ফিটনেস টেস্টের রিপোর্ট দেখব। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে আদৌ ময়ঙ্ককে রাজস্থানের বিরুদ্ধে খেলানো হবে কি না।” শ্রীরাম আরও বলেন, ”ময়ঙ্ক দুর্দান্ত একজন প্রতিভা। ও খুব ভাল করেই জানে যে ওর কী করা উচিত আর কী করা উচিত নয়। এই ধরণের গতি নিয়ে যে লেংথে বল করে যায় ও তা অন্য কারও পক্ষে করা সম্ভব নয়। আর এখানেই ও স্পেশাল সবার থেকে।” আঝ ময়ঙ্ক যদি নামেন, তবে কিন্তু রাজস্থানের ব্যাটারদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলবেন তা বলাই বাহুল্য।