তিন মাস নিখোঁজ থাকার পর রাজস্থান থেকে এক মহিলাকে উদ্ধার করলো বীজপুর থানার পুলিশ।উল্লেখ্য, বীজপুর থানার অন্তর্গত ডাঙাপাড়া এলাকার এক মহিলা তিন মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপরই গত দুদিন আগে ওই মহিলার পরিবার বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন।পরিবারের অভিযোগ,কেউ বা কারা কাজের নাম করে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে রাজস্থানে বিক্রি করে দেয় ওই মহিলাকে।এরপরই অভিযোগের ভিত্তিতে বীজপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে মেয়েটি রাজস্থানে আছেন। এরপরই বীজপুর থানার IC ও বীজপুর থানার আরো এক আধিকারিক একটি টিম গঠন করেন এবং রাজস্থানে গিয়ে মহিলাকে উদ্ধার করেন।কার্যত ওই মহিলাকে ফিরে পেয়ে খুশি পরিবার।
তবে এখানেই শেষ নয়।এই ঘটনার তদন্তের আরো গভীরে যেতে চান SI বিবেক কুমার রায়।অভিযোগ দায়ের করার পরই আইসি এর নেতৃত্বে SI বিবেক কুমার রায়,রঞ্জিত মন্ডল,জয়ন্ত চৌধুরী পুলিশ আধিকারিকরা অভিযান চালান।তদন্তে নেমে রাজস্থান থেকে উদ্ধার করা হয় ওই মহিলাকে।
এই চক্রের মূল পান্ডা কে,আরো কারা জড়িত এই চক্রের সাথে গোটা বিষয় জানতেই তদন্তের শিকড়ে যেতে চান পুলিশ আধিকারিক বিবেক রায়।পাশাপাশি বাড়ি ফিরতে পেরে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্ধার হওয়া মহিলা।