রাজীবের তৃণমূলে ফেরার সম্ভাবনা

রাজীবের তৃণমূলে ফেরার সম্ভাবনা

শনিবার দিনভর টানাপোড়েনের পর আজ আগরতলায় সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । আর এই সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরতে পারেন রাজীব। একইসঙ্গে তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপির এক প্রাক্তন বিধায়ক আশিস দাস ।বিধানসভা ভোটের মাসকয়েক আগে, ২০২১-এর ২৯ জানুয়ারি তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। ওইদিন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়েছিলেন তিনি। তার আগে ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ইস্তফা দেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে যোগদান করিয়েছিল বিজেপি। ছবিটা বদলে যায় একুশের বিধানসভা ভোটের পরেই। ভোটে দলের ভরাডুবি এবং নিজের হারের পর সেই বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন রাজীব। ভোটের ফল ঘোষণার পর থেকেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টেও বিজেপি বিরোধী সুর ছিল। শুভেন্দু অধিকারী যখন দিল্লিতে দাবি করছেন, ‘বাংলায় ৩৫৬-র চেয়েও খারাপ পরিস্থিতি’, তখন তাঁরই সতীর্থ রাজীব ফেসবুকে লিখেছিলেন, ‘সমালোচনা তো অনেক হল…মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − four =