রবিবার সাত সকালে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। সুবোধ অধিকারীর ভাই কমল অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান। সকাল থেকেই সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। হালিশহর পৌরসভার পৌর প্রধান রাজু সাহানির বাড়ি থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা সহ দেশী পিস্তল। এর পরেই সিবিআই আধিকারিকরা তাকে গ্রেফতার করে এবং ইতিমধ্যেই রাজু সাহানির পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল বিশেষ সিবিআই আদালত। এরপরেই রবিবার সকাল থেকেই কলকাতা সহ বিজপুর, হালিশহরের মোট ৭ জায়গায় সিবিআই আধিকারিকরা হানা দিয়েছে। সুবোধ অধিকারী এবং কমল অধিকারীর বাড়ি মঙ্গলদ্বীপে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা।তার পৈত্রিক বাড়িতেও সিবিআই পৌঁছে গিয়েছে। তবে সেখান থেকে কিছু উদ্ধার হয়েছে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট নয়। পাশাপাশি কাঁচরাপাড়ার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিংয়ের বাড়িতেও সিবিআই হানা। বিধায়কের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মঙ্গলদীপ আবাসনের বাইরে বিক্ষোভ তৃণমূলের।সকাল থেকে কাঁচরাপাড়া পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে কর্মী সমর্থকরা প্রত্যেকেই মঙ্গলদীপ আবাসনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।কার্যত সবটা মিলিয়ে সরগরম বীজপুর এলাকা।