সকাল থেকেই দক্ষিণবঙ্গে জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। স্বস্তির বৃষ্টিতে ভিজছে বঙ্গবাসী। আজকের মতো আগামীকালও চলবে এই বৃষ্টিপাত। আগামীকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বর্ষা প্রবেশের দিন দশেক অতিক্রান্ত। এবার জোরালো বৃষ্টির স্বাদ পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ। রাজ্যের ৬ জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণ হতে পারে ৬ জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল, জুনের শেষ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ শুরু হতে চলেছে। জুলাইয়ে বৃষ্টির ঘাটতি মিটে যাবে। সেই পূর্বাভাস মতোই আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে এবং রাতেও কোন কোন জেলায় বর্জ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই পার্বত্য জেলা সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এবং ভারী বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে।