রাজ্যে এই প্রথম পরীক্ষার খাতা রিভিউ করে মেধা তালিকায় ডোমজুড়ের ছাত্র।

রাজ্যে এই প্রথম পরীক্ষার খাতা রিভিউ করে মেধা তালিকায় ডোমজুড়ের ছাত্র।

পরীক্ষার খাতা রিভিউ করেই বাজিমাত করলো হাওড়া ডোমজুড়ের উচ্চমাধ্যমিকের ছাত্র অভিজিৎ পাল। এক ধাক্কায় অভিজিৎ চলে এলো ২০২২ সালের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায়। রাজ্যের মধ্যে নবম স্থানে উঠে এলেও ডোমজুড়ের অভিজিৎ পাল। এই বছর উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরই অভিজিৎ তার প্রিয় সাবজেক্ট ” Coast and Taxation” প্রাপ্ত নাম্বার নিয়ে সংশয়বোধ করেন।তারপরেই ডোমজুড়ের ডিউক স্কুলের শিক্ষকদের সাহায্যে খাতা রিভিউতে পাঠায়।এদিন সেই রিভিউ রেজাল্ট পায় ডোমজুড়ের ভান্ডারদহর বাসিন্দা অভিজিৎ।

বাবা গৌতম পাল পঞ্চায়েতের কর্মী।মা গৃহবধূ।এরকম সাধারণ পরিবার থেকে উঠে আসা হাওড়ার ডোমজুড়ের ভান্ডারদহ পালপাড়ার অভিজিৎ পাল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় নবম স্থান অর্জন করেছে।যদিও মেধা তালিকা যখন প্রকাশিত হয়েছিল তখন তার সম্ভাব্য র‍্যাঙ্ক ছিল প্রথম কুড়ির মধ্যে।কিন্তু তার মনে হয়েছিল কস্টিংয়ে আরও নম্বর সে বেশি পেতো।এরপরই সে রিভিউয়ের জন্য আবেদন জানায় উচ্চ মাধ্যমিক সংসদের কাছে।রিভিউ করার পর তার ৭ নম্বর বাড়ে।এরপরই তার মোট নম্বর বেড়ে দাঁড়ায় ৪৯০তে।ফলে সে মেধা তালিকায় এবার নবম স্থান অর্জন করেছে।অভিজিতের এই সাফল্যের খুশি পরিবারের লোকজন।খুশি পাড়ার লোকজন থেকে শুরু করে স্কুলের সমস্ত শিক্ষকরা।ঝাপড়দহ ডিউক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জানান,”এটা খুবই গর্বের বিষয়। ও রিভিউ করার পর ওর আরোও সাত নম্বর বাড়ে এবং ও মেধা তালিকায় নবম স্থান অর্জন করেছে।আমাদের স্কুলের ছাত্রের এই সাফল্যে আমরা খুবই গর্বিত।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =