রাজ্যে ফের বাড়লো বিধি-নিষেধের মেয়াদ।

রাজ্যে ফের বাড়লো বিধি-নিষেধের মেয়াদ।

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কথা ভেবেই রাজ‍্যে জারি রয়েছে একাধিক বিধি-নিষেধ।ইতিমধ্যেই রাজ্যে বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছিল ৩১ জুলাই পর্যন্ত।এবার সেই মেয়াদ বাড়লো ১৫ আগস্ট পর্যন্ত।বৃহস্পতিবার সকালে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে।এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন।শুধু সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও সরকারি অনুষ্ঠান করতে গেলে ৫০ শতাংশের উপস্থিতিতে কোনও ঘেরা জায়গায় করতে হবে।সরকারি-বেসরকারি প্রত্যেক সেক্টরে ওয়ার্ক ফ্রম হোম-এর উপর গুরুত্ব দিতে বলা হয়েছে।তবে রাত ৯ টা থেকে ভোর ৫ টা নাইট কার্ফুর ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।সকল জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নাইট কার্ফুর বিষয়টিতে আরও বেশি জোর দেওয়া হয়। জরুরী পরিষেবা ব্যতীত প্রয়োজন ছাড়া রাতে বেরোনো নিষিদ্ধ।এই আইন অমান্য করলে প্রশাসনকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি করেছে নবান্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − nine =