রাজ্যে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা, সমস্যার আশঙ্কায় নিত্যযাত্রীরা।

রাজ্যে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা, সমস্যার আশঙ্কায় নিত্যযাত্রীরা।

শিয়রে কোভিড।নবান্নের নির্দেশ অনুযায়ী ,বৃহস্পতিবার থেকে আগামী দু সপ্তাহের জন‍্য রাজ্যে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা।রাজ্য সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও সমস্যার আশঙ্কায় রয়েছেন নিত্যযাত্রীরা।অফিস খোলা থাকায় ট্রেনের নিত্যযাত্রীরা সমস্যার আশঙ্কা করছেন।বহু মানুষ ট্রেনে করেই কাজের সূত্রে কলকাতা বা শহরের অন্যান্য জায়গায় ডেইলি প্যাসেঞ্জারি করেন।কেউ গ্রাম থেকে সবজি এনে শহরে বিক্রির জন্য আসেন।কেউ বা জরুরি পরিষেবার কাজে ট্রেনে যাতায়াত করেন।পরিস্থিতি সামাল দিতে কিছু স্পেশাল ট্রেন চালানোর দাবিও উঠেছে।কিন্তু করোনা আবহের কথা মাথায় রেখে প‍্যাসেঞ্জার ট্রেন এমনকি দূর পাল্লার ট্রেন ও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।হাওড়া স্টেশনের মাধ্যমে কলকাতা সহ আশেপাশের জেলায় রোজগার ও অন্যান্য নানান কাজের জন্যে ছুটে যান কয়েক লক্ষ মানুষ।শহরতলির বিভিন্ন ছোটখাটো দোকান ও ব্যবসায়ীরা নিয়মিতভাবে কলকাতার বিভিন্ন পাইকারি বাজার থেকে নিত্য জিনিসপত্র কিনে নিয়ে যান।অনেকে ট্রেনে হকারি করেন।লোকাল ট্রেন বন্ধ হওয়ায় সকলেই কার্যত সমস্যায় পড়েছেন।করোনা সংক্রমণ সামলাতে এই কঠোর পদক্ষেপ বেশকিছু যাত্রী সমর্থন করলেও লোকাল ট্রেন বন্ধ করলে বাসে যেভাবে ভিড় বাড়বে তাতে আগামী দিনে সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা থাকবে বলেও মনে করছেন কিছু সংখ‍্যক মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − seven =